নাগেশ্বরী প্রতিনিধিঃ এক বছরে ৪বার অপারেশন করে বেচে যাওয়া হত দরিদ্র দিনমজুর হাফিজ উদ্দিন অর্থের অভাবে মুক্তি পাচ্ছেনা ক্লিনিক থেকে। কুড়িগ্রামের সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নদী ভাঙ্গন এলাকার ঝুনকারচরের দিনমজুর মিয়া জুদ্দিনের পুত্র হাফিজ উদ্দিন । এক বছর আগে ত্র্যাপেনন্টিক সাইডের অপারেশন করেন কুড়িগ্রাম সেবা ক্লিনিকে। কিন্তু সেখানে ডাক্তারের ভুলের কারনে ২য় অপারেশন করেন ৫দিনের মাথায় ওই ক্লিনিকেই। দ্বিতীয় অপারেশনে মলদরের লাইন পেটদিয়ে বাহির করে ৩য় অপারেশনের জন্য সময় দেয়া হয় ৩মাস। এরই মাঝে ঔষধ আর অপারেশনের খরচ জোগান দিতে গিয়ে হত দরিদ্র দিনমজুরের পিতা বিক্রি করে দেয় বাড়ির গরু ছাগল হাস মুরগীসহ শেষ সম্বল টুকু। পরে ৩য় অপারেশন সাংবাদিকের সহযোগিতায় কুড়িগ্রাম সদর হাসপাতালে হয়। সেখান থেকে সুস্থ্য হয়ে বাড়ী ফিরে ক্ষুদার তাড়নায় আবার শুরু করে দিনমজুরের কাজ। ভাগ্যের চরম বিরম্বনায় আবারো অসুস্থ্য হয়ে পরে দুমাস আগে। কুড়িগ্রাম সদর হাসপাতালে এক সপ্তাহ্ চিকিৎসার পর অবস্থার অবনতি ঘটলে নিয়ে যায় রংপুর মেডিকেল কলেজে। সেখানে সুচিকিৎসার অভাবে উপায় কুল না পেয়ে ভর্তি করে নিউ রংপুর ক্লিনিকে। ৪০হাজার টাকা চুক্তিতে ৪র্থ অপারেশন করেন গত ৩জুলাই মঙ্গলবার। সেখানে এখন চিকিৎসাধীন রয়েছেন। কিন্তু আর্থিক সংগতি না থাকায় চুক্তির টাকার পরিশোধ করতে না পারায় ক্লিনিক থেকে মুক্তি মিলছেনা দিন মজুর হাফিজ উদ্দিনের। কোন সহৃদয় ব্যক্তি বা সংগঠন সাহায্যের হাত বাড়ালে চুক্তির সে অর্থ পরিশোধ করে ক্লিনিক থেকে সে বাড়িতে ফিরতে পারে। তাকে সাহায্য পাঠাতে পারেন ০১৭১৫২৭১০৭৩ বিকাশ নম্বরে অথবা যোগাযোগ করুন ০১৭৯৮৭৯৭৯৮১ নম্বরে।