হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, কৃষক হাসলে বাংলাদেশ হাসবে। কোনোভাবে জোর করে চাপিয়ে দিয়ে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। ফ্যাসিবাদীরা তাই ক্ষমতায় থাকতে পারে নি। আপনারা যদি সচেতন থাকেন আমরা অর্থ পাচারকারীদের বিচার করবো। ক্ষমতায় এসে পাচার করা সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা ফিরিয়ে এনে বাংলাদেশের কৃষকদের বরাদ্দ বৃদ্ধি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রতিশ্রুতি বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের সবার মুখে, কৃষকের মুখে হাসি থাকবে।
তিনি সোমবার (২ ডিসেম্বর) বিকালে কুড়িগ্রামের শহর সংলগ্ন বৈরাগীর বাজার ঈদগাহ মাঠে কুড়িগ্রাম জেলা কৃষকদলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বীজ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কুড়িগ্রাম জেলা কৃষকদলের আহবায়ক মো: রিপন রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মো: রুকুনুজ্জামান খন্দকার রুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত কৃষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক ও সাবেক এমপি মো: মোশারফ হোসেন, সহসাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ শাহনেওয়াজ লাবু ও আনোয়ার শাহাদত। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) বগুড়ার চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের পরিচালক কৃষিবিদ ড: মো: আব্দুল মজিদ। সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মোস্তাফিজার রহমান, জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বজলুর রশীদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহীন আশরাফ জুয়েল ও আবু হানিফ বিপ্লব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহপ্রচার সম্পাদক আকতারুজ্জামান রনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি মাহবুব মিয়াসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল ও তাঁতীদলের বিভিন্ন পর্যায়ের নেতুবৃন্ধ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই সরকারের কাছে দাবী থাকবে এই লুটপাটকারীদের বিচার করে তারপর আপনারা নির্বাচনের ব্যবস্থা করবেন। আমরাও অনির্বাচিত সরকার বেশিদিন দেখতে চাই না কেননা আপনাদের জবাবদিহিতা নেই। বিএনপি যদি আপনাদের ভোটে জয়লাভ করে তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের কৃষকদের কোনো দুঃখ থাকবে না।
পরে চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার সহযোগতিায় জেলা কৃষকদলের উদ্যোগে চরাঞ্চলের ৬ শতাধিক ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বেগুন ও মরিচসহ বিভিন্নজাতের ২৪ হাজার সবজিচারা বিতরণ করা হয়।