লাভলী আক্তার কেন্দুয়া প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে মাসব্যাপি হস্ত ও কুঠির শিল্প মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোনা-৩ কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য ও বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি।

২১ জানুয়ারি শনিবার দুপুরের দিকে কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলের পরিচালনায় উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা ৩ – কেন্দুয়া আটপাড়া আসনের সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা অসীম কুমার উকিল এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, উপজেলা আ.লীগ ও কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভুঞা, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাজিব হোসেন, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও আ’লীগ নেতা সামসুল কবির খান, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, প্রেসক্লাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুঞা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য, ইউপি চেয়ারম্যানবৃন্দ,মুক্তিযোদ্ধা,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, গ্রাম বাংলার সংস্কৃতি ঐতিহ্য ধরে রাখার জন্য এ ধরনের উদ্যোগ নেয়ায় তিনি কেন্দুয়া প্রেসক্লাবকে ধন্যবাদ জানান। এছাড়াও নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় প্রদর্শন করার জন্য গুরুত্বারোপ করেন। লোকজ সংস্কৃতির ভান্ডার, জ্ঞানী-গুণী চারন ভূমি কেন্দুয়া উপজেলায় সংস্কৃতি বিকাশে বর্তমান প্রজন্মকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিকাশ ঘটাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *