লাভলী আক্তার কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধিঃ
সারা দেশের মতো কেন্দুয়াতেও ৩১ বার তোপধ্বনি, ফুলেল শ্রদ্ধাঞ্জলি, কুচকাওয়াজ নানা কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে.. রবিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মোড়ালের চত্বরে প্রথমে উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। এর পর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,কেন্দুয়া প্রেসক্লাব,সরকারের বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সকাল ৮ টায় কেন্দুয়া খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম। এরপর সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে মুক্তিযোদ্ধা পরিবারে সদস্যদের সংবর্ধনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় মুক্তি যুদ্ধা পরিবারকে ফুল দিয়ে বরন করে নেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল ও ভূমি অফিসার রাজিব হোসেন ।আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল, ভূমি অফিসার রাজিব হোসেন, বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির ভুঁইয়া, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ আলী হোসেন পিপিএম, , মুক্তি যুদ্ধ সন্তান কমান্ড এর সভাপতি জুনায়েদ,সাবেক যুদ্ধা কমান্ডার আব্দুল কালেক আকন্দ, মুক্তি যুদ্ধা মকুল মোল্লা মুক্তি যুদ্ধা কমান্ডার ফজলুর রহমান, সাংবাদিক সমেন্ড