ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠীতে প্রশ্নপত্র ফাঁস রোধ এবং শিক্ষকের বাড়িতে প্রাইভেট পড়ার দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ঝালকাঠির বিভিন্ন কলেজের আসন্ন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা।মঙ্গলবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।শিক্ষার্থীরা জানায়, আগামী ২ এপ্রিল সারা দেশে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। কিন্তু চলতি এসএসসি পরীক্ষার মধ্যে উচ্চ মাধ্যমিকেও শিক্ষকের বাড়িতে প্রাইভেট কোচিং বন্ধ করে দেয়া হয়েছে।শিক্ষক স্বল্পতায় কলেজে ক্লাস করতে না পেরে তাদের প্রাইভেট নির্ভর হতে হচ্ছে।পরীক্ষার অল্পকিছু দিন বাকি থাকতে সরকারে এই প্রাইভেট বন্ধের ঘোষণায় বিপাকে পড়তে হয়েছে তাদের।এ অবস্থায় মাধ্যমিক পর্যায়ের সকল প্রাইভেট ও কোচিং সেন্টার বন্ধের ঘোষণাকে সাধুবাদ জানিয়ে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শিক্ষকের বাড়িতে প্রাইভেটে পড়তে দেয়ার দাবী জানিয়েছে তারা।