জাহাঙ্গীর আলম ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রতিনিধি-
ব্রাহ্মনবাড়িয়া জেলায় প্রথমবার বেসরকারি উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে কোভিড-১৯ পরীক্ষার করার জন্যে পিসিআর ল্যাব স্থাপন করা হয়েছে।এটি আজ বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া ডিসি হায়াত-উদ-দৌলা খাঁন। উদ্বোধন শেষে তিনি পিসিআর ল্যাবটি পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে ডিসি বললেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেছেন তাকে সরকারিভাবে কিট সরবরাহ করা হলে অল্প মূল্য সার্ভিস চার্জ নিয়ে তিনি বিনামূল্যে কোভিড-১৯ এর পরিক্ষা নিরীক্ষার কার্যক্রম চালাবেন। এই সময়ে তাহার এই মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
এ সময় ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ বলেন, উদ্বোধনের পর আজ থেকে পরীক্ষামূলকভাবে পিসিআর ল্যাবের কার্যক্রম চলবে। আগামী ২০ জুন এটি পূর্নাঙ্গভাবে চালু করা হবে। সরকারিভাবে যদি আমার প্রতিষ্ঠানে কিট সরবরাহ করা হয়, তাহলে সার্ভিস চার্জ ব্যতীত প্রতিদিন বিনামূল্যে রোগীর পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হবে।