জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটে ক্ষেতলালে গোলাম মওলা (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৭ আগস্ট (শুক্রবার) দিবাগত ভোর রাতে উপজেলার সূর্যবান ও বকশিপাড়া গ্রামের (ঢেলপির) পার্শ্ববর্তী রাস্তার পাশে আমন ধানের ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত গোলাম মওলা ক্ষেতলাল উপজেলার দাশড়া মছন্দাল গ্রামের মনসুর রহমানের ছেলে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম মওলা ক্ষেতনাল থানা বাজারে মোবাইল রিচার্জ, মোবাইল ব্যাংকিং এর ব্যবসা করতেন। বৃহস্পতিবার রাতে বাড়িতে না আসলে বাড়ির লোকজন খুঁজতে শুরু করে। পরে ভোর রাতে রাস্তার পাশে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, দুর্বৃত্তরা মাথার পিছন দিক দিয়ে আঘাত করে হত্যার পর লাশটি ফেলে রেখে যায়।