ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল তুলশীগঙ্গা নদীর ব্রীজের উপর থেকে নদীতে পরে ডিপজন(২০) নামের এক প্রতিবন্ধী যুবক নিখোঁজ। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে ৮ঘন্টা তল্লাসীতেও উদ্ধার করা সম্ভব হয়নি ওই প্রতিবন্ধীর জীবিত বা মৃত লাশ। ডিপজন উপজেলার মামুদপুর ইউনিয়ন উত্তর জিয়াপুর গ্রামের আবু কালামের ছেলে। রবিবার সকাল ১১টায় সুন্যাসতলী ঘাট ব্রীজ এলাকায় ঘটনাটি ঘটে।
ঘটনা সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় নিখোঁজ ডিপজন তুলশীগঙ্গা নদীর সুন্যাস তলী এলাকায় ব্রীজের উপর বসে ছিল। আর বন্ধুরা ব্রীজের উপর থেকে নদীতে লাফ দিচ্ছিল। এমন সময় ব্রীজের উপরে বসে থাকা প্রতিবন্ধি ডিপজল নদীর পানিতে পরে যায়। সহপাঠিরা তাঁকে নদীতে পরতে দেখে চিৎকার করে। তাদের চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে নদীতে নেমে খুঁজতে থাকে। তাঁকে না পেয়ে ক্ষেতলাল ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ওই ফায়ার সার্ভিস ইউনিটে ডুবরী দল না থাকায় তারা রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবরী দলকে খবর দিলে তারা বিকেল সাড়ে পাঁচটায় ঘটনাস্থলে পৌঁছে নদীতে নেমে উদ্ধার তৎপরতা চালায়। এ রির্পোট লেখা পর্যন্ত নদীতে পরে যাওয়া ডিপজলকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শামীম। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।