এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ।
২০ জুন (শনিবার) বিকেলে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে মোস্তফা শাহকে সভাপতি নির্বাচিত করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ আ:জব্বার মারা গেলে পদটি শূন্য হয়।
সভাপতি নির্বাচিত করায় মোস্তফা শাহ স্থানীয় সাংসদ আবুল হাসান মাহমুদ আলী, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।