এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
গত ২৬ নভেম্বর যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি মো: আবুল কালাম আজাদকে আহবায়ক ও প্রদীপ কুমার রায় বিদ্যুৎ ও মো: বাবলুর রহমানকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্যের কমিটির অনুমোদন দেয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- শ্রী ননী গোপাল রায়, মো: হামিদুল ইসলাম, মো: আমজাদ হোসেন, মো: বুলবুল হোসেন, মো: সিদ্দিক আলী, মো: ফরিদুল ইসলাম, শ্রী গজেন্দ্র নাথ রায়, মো: ফরহাদ হোসেন, মো: মকবুল হোসেন, মো: দেলোয়ার হোসেন, মো: রফিকুল ইসলাম সবুজ, শ্রী মৃনাল চট্টপাধ্যায়, রেজাউল ইসলাম, মো: আবুল কালাম, মো: ইমরান হোসেন বুলু, মো: খলিলুর রহমান, মো: হাফিজুল হক বুলবুল, শ্রী তুষার চন্দ্র রায়।
উল্লেখ্য যে, নির্ধারিত সময়ের মধ্যে সকল ইউনিয়ন শাখার সম্মেলন সমাপ্ত পূর্বক উপজেলা শাখার সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছে যুবলীগ কেন্দ্রীয় কমিটি।