এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
ভোগান্তি এড়াতে দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আংগারপাড়া ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামে বাঁশের সাঁকো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
জানা যায়, উপজেলার আংগারপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জেলে পাড়া নীলার ডাঙা মোড় হতে নলবাড়ী মোড় পর্যন্ত ইছামতী নদীতে ২৬০ ফিট বাঁশের সাকো ইউনিয়ন পরিষদের টিআর প্রকল্পের মাধ্যমে নির্মাণ সম্পন্ন হয়। সুষ্ঠু ভাবে শেষ করতে কাজটি তদারকি করেন অত্র ওয়ার্ডের টানা চার বারের নির্বাচিত ইউপি সদস্য মোঃ রশিদুল ইসলাম শাহ।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ বলেন, জনগণের ভোগান্তি কমাতে এই সাঁকো নির্মাণ করা হয়েছে। তবে স্থায়ী ভাবে দূর্ভোগ কমাতে এই ঘাটে ব্রীজ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করছি।
এছাড়াও আংগারপাড়া ইউনিয়নের খগিন শাহয়ের ঘাট থেকে ৯নং ওয়ার্ডের আলোকডিহি জঙ্গলী পাড়া মোড় পর্যন্ত আরো একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে।
নির্বিঘ্নে চলাচলের জন্য এই বাঁশের সাঁকো পেয়ে খুশি নদীর দুই পাড়ের মানুষজন।