এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ-২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) ভাচুর্য়ালী সকালে সারাদেশে একযোগে খাদ্য মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এরপর খানসামা এলএসডি অফিসে ফিতা কেটে ও দোয়া মাহফিলের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,খানসামা এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা এদিব মাহমুদ,পাকেরহাট এলএসডি ভারপ্রাপ্ত কর্মকর্তা সৌমিত্র বসাক প্রমূখ।
উল্লেখ্য, এই কার্যক্রমের আওতায় উপজেলার ৩৩৪ জন কৃষক হতে ২৭ টাকা কেজি দরে ৩৩৪ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।