এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (১জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার পাকেরহাট ধানহাটি মাঠে উপজেলা জাতীয় পার্টির আয়োজনে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আংগারপাড়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় ছাত্র সমাজের সভাপতি দয়াল চন্দ্র রায়ের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আলীম হাওলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ফয়েজ উদ্দিন শাহ, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সাইফুল ইসলাম, মোর্শেদুল আলম আলো, আনসার আলী, হবিবর রহমান হবি সহ ইউনিয়ন জাতীয় পার্টি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ।