এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
পবিত্র ঈদ-উল-আযহা দিনাজপুরের খানসামা উপজেলায় প্রধানমন্ত্রী’র ঈদ উপহার পাচ্ছে প্রায় ৪০ হাজার দরিদ্র পরিবার।
ভিজিএফ কর্মসূচীর আওতায় মঙ্গলবার (৫জুলাই) সকালে উপজেলার ৬টি ইউনিয়নে বিতরণ কার্যক্রম শুরু হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এবছর প্রায় ৪০ হাজার দরিদ্র ও দিনমজুর পরিবার প্রধানমন্ত্রী’র ঈদ উপহার হিসেবে ১০ কেজি করে চাউল উপহার পাচ্ছে।
সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে বিতরণ কার্যক্রম তদারকি করছেন উপজেলা প্রশাসন, পিআইও এনামুল হাসান, প্রতিটি ইউপি’র ট্যাগ অফিসার ও জনপ্রতিনিধিগণ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হাসান বলেন, উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে ঈদের আগেই এই বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা হবে।