এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় মাদক সেবনের দায়ে থানা পুলিশের হাতে আটক মাদকসেবী রঞ্জিত রায়কে ১০ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গত বুধবার (২৬মে) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মাহবুব-উল-ইসলাম এই রায় দেন।
আটক মাদক সেবনকারী রঞ্জিত আলোকঝাড়ী ইউনিয়নের গোবিন্দপুর মাস্টার পাড়ার বাসিন্দা।
জানা যায়, ওসি শেখ কামাল হোসেনের নির্দেশে এসআই গৌতম কুমার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যার দিকে মাদকসেবী রঞ্জিত রায়কে খানসামা বাজার থেকে আটক করে।
ওসি শেখ কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খানসামা উপজেলাকে মাদক ও অপরাধমুক্ত করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।