মোহাম্মদ মানিক হোসেন, চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি: মোবাইলের মেমোরি কার্ডে অস্লীল ভিডিও লোড দেওয়ার অভিযোগে দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে প্রদীপ রায়কে ৩০ দিনের ও তেবারিয়া বাজার (চৌরাঙ্গী) আবু রাহানকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত আজ শনিবার খানসামা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নিবার্হী হাকীম মোঃ সাজেবুর রহমান এ দন্ডাদেশ দেন। থানা সূত্র জানা যায় আজ ১৬ জানুয়ারী রোজ শনিবার বিকাল ৪ টায় পাকেরহাট ও তেবারিয়া বাজারে মেমরী কার্ড লোডের দোকানে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালায় মোঃ সাজেবুর রহমান। এ সময় মেমরী কার্ডে অ¯ীøল ভিডিও লোড দেওয়ায় হাতে নাতে গ্রেফতার হয় দুইজন ও তাদের কম্পিউটারের মনিটর ও সিপিইউ জব্দ করে থানায় নিয়ে আসা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালত বসিয়ে দন্ড দেওয়া হয়।