মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামীণ শহর পাকের হাটে অনুমোদনবিহীন লাইফ কেয়ার এ্যান্ড কনসালট্যান্ট সেন্টার নামে একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার( ২১ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয় এবং মালিক সবুজ রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান । ভ্রাম্যমাণ আদালতের খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেবুর রহমান সাংবাদিকদের জানান, ক্লিনিকটির সরকারী ভাবে কোনো অনুমোদন না থাকায় ক্লিনিকটির মালিককে জরিমানা করা হয় ও ক্লিনিকটি সিলগালা করা হয়।