খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলায় মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলে পুরস্কার বিতরণ, মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের বাসুলী গ্রামে অবস্থিত মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের আয়োজনে অত্র প্রতিষ্ঠানের কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণ ও মতবিনিময় সভা শেষে সন্ধ্যার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মেরিট ক্রিয়েটিভ রেসিডেন্সিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা ও খানসামা বিএম কলেজের অধ্যক্ষ আ স ম গোলাম কিবরিয়া জেহাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার, বিশেষ অতিথি অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায় ও পশ্চিম বাসুলী উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আঃ রাজ্জাকসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।