খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ ২০২৩-২৪ অর্থবছরে রবি ২০২৩-২৪ মৌসুমে বোরো (হাইব্রিড ও উফশী) উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে দিনাজপুরের খানসামায় ৩০০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন। এর আওতায় ১৫০০ জন কৃষককে ২ কেজি হাইব্রিড ধানের বীজ এবং ১৫০০ কৃষককে উফশী জাতের ৫ কেজি বীজ, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার হাবিবা আক্তার, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ,

কৃষক-কৃষাণী, সাংবাদিক ও সুধীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন