এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের খানসামা উপজেলার মহির উদ্দিন শাহ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাফেজ ছাত্রদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকালে গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি হয়।
মহির উদ্দিন শাহ হাফেজিয়া মাদরাসার সভাপতি আকবর আলী শাহয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল কাদের, দোয়া মাহফিলের প্রধান আলোচক মাওলানা আবুল কালাম আজাদ, বিশেষ আলোচক মাওলানা রবিউল ইসলাম, গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবলুসহ বিভিন্ন গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ।