মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
নীতিমালা উপেক্ষা করে বিদ্যালয়ের কোন শিক্ষার্থী ও অভিভাবককে না জানিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের সরহদ্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠায় বিজ্ঞ আদালত নির্বাচন স্থগিত করে ১২ ঘন্টার মধ্যে জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ করেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কতিপয় স্বার্থনেষী ব্যক্তিবর্গের যোগসাজশে গঠনতন্ত্র উপেক্ষা করে মনগড়া ম্যানেজিং কমিটির তালিকা তৈরি করে ম্যানেজিং কমিটি গঠনের চেষ্টা করতেছে। বিদ্যালয়ের অভিভাবকরা নিয়ম অনুযায়ী স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ১৫ অভিভাবকের স্বাক্ষরিত দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। এর পরেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ না করায় ঐ বিদ্যালয়ের অভিভাবক সদস্য রবিউল ইসলাম বাদি হয়ে আদালতে মামলা করেন। এরই ফলে বিজ্ঞ আদালত বিদ্যালয়ের কমিটির নির্বাচন স্থগিত করে এবং প্রিজাইডিং কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, উপজেলা নির্বাহী অফিসার, দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিদর্শক এবং জেলা শিক্ষা কর্মকর্তাকে কারন দর্শানোর নোটিশ করেন।
এ বিষয়ে সরহদ্দ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচনের প্রিসাইডিং কর্মকর্তা ও উপজেলা একাডেমিক সুপারভাইজার শরিফুল কায়সার বলেন, বিজ্ঞ আদালতের নোটিশ পাওয়ার পরপরই নির্বাচনের সকল কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে।