এস.এম.রকি, খানসামা(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানেই নিমার্ণ করা হয়নি শহীদ মিনার। ফলে একুশে ফেব্র“য়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন দিবসে অন্যত্রে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বিহীণ শিক্ষাপ্রতিষ্ঠান গুলোর শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের প্রকৃত ইতিহাসও জানতে পারছে না।
একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সাথে এবিষয়ে কথা হলে তারা জানান, শহীদ মিনার নিমার্ণের নির্দেশনা থাকলেও নেই কোনো সরকারী বরাদ্দ তাই শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
তাই এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত শহীদ মিনার নির্মানের দাবি জানান।