এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রাম ও অর্জনের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পাকেরহাটস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়নের সঞ্চালনায় সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।