মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহির বানিয়াপাড়ায় আগুন লেগে ৭টি দরিদ্র পরিবারের ঘর-বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।এতে জামাল উদ্দীন, সাকিল হোসেন, আ. জলিল, শরিফুল ইসলাম, সফিকুল ইসলাম, আজাহার আলী, ছকেত আলীর ঘর পুড়ে যায়। এছাড়াও জামাল উদ্দীনের ১টি গবাদিপশু গরু পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে জামাল উদ্দীনের বাড়ির রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন অন্যান্য বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পয়ে নীলফামারী-সৈয়দপুরের ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডের পর খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান মোঃ আইনুল হক শাহ্, গোয়ালডিহি ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক সলিমদ্দীন শাহ্ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেছেন। পরিদর্শন কালে তারা ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মধ্যে নগদ দুই হাজার পাঁচশত টাকা ও কম্বল বিতরণ করেন। এছাড়াও ওইসব পরিবারের সদস্যদেরকে খাওয়ার জন্য আগামী ২ দিনের খাদ্য সামগ্রী দেওয়ার ব্যবস্থা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন