এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব” স্লোগানে দিনাজপুরের খানসামায় আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালিত হয়েছে।
সোমবার (৮মার্চ) সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী, এমপি।
এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইয়াসমিন আক্তার,ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান,উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পলি রায়, নারী নেত্রী পার্বতী রায় ও কল্যাণী রায় প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং মহিলা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন এনজিও ও সমিতির প্রায় তিন শতাধিক সদস্যগণ।