মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি: সামাজিক অপরাধ ও মাদক নির্মূলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে দিনাজপুরের খানসামা থানার উদ্যোগে রবিবার সকাল ১১ টায় ওসির কার্যালয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান । তিনি তার বক্তব্যে বলেন যত দ্রুত সম্ভব দূর্ণীতি, চাঁদাবাজি বন্ধ, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ, মাদক চোরাকারবারি গ্রেফতারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
এছাড়াও আরো বক্তব্য রাখেন বীরগঞ্জ সার্কেল অফিসার সালাউদ্দিন, ২নং ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, ৪নং ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ৬নং ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ, খানসামা থানার কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক মোকছেদুল গণি রাব্বু শাহ সহ প্রমুখ।