এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির কারা নির্যাতিত নেতা আবুল কালাম আজাদের নিজ উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারী) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া দোলাপাড় এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোসলেম উদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক নিয়ামতুল্লাহ শাহ, ইউনিয়ন যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আহেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুধীজন।
বিএনপি নেতা আবুল কালাম আজাদ বলেন, এই শীতে গ্রামাঞ্চলে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা চিন্তা করে আজকে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। সমাজের যারা বিত্তবান আছেন তাদের সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা।