এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলার কুতুবডাংগা উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন করলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
বুধবার (১৩ অক্টোবর) সকালে প্রায় ৩কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবন উদ্বোধন করেন তিনি।
পরে স্কুল মাঠে কুতুবডাংগা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব চন্দ্র রায়ের সভাপতিত্বে সভায় এসময় উপস্থিত ছিলেন ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি কামাল হোসেন , খানসামা উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা আহমেদ শাহ ও সাধারন সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান আইনুল হক শাহ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।