মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের গণিত অলিম্পিয়াড কৌশল প্রয়োগ করে প্রাথমিক গণিত বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২ নভেম্বর) বিকেলে উপজেলা রিসোর্স সেন্টারে ৬ দিন ব্যাপী এ প্রশিক্ষণ শেষে উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন প্রশিক্ষক নলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এনায়েতুল্লাহ চৌধুরী ও আগ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির প্রমুখ।
প্রশিক্ষণে ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে গণিত বিষয়ে শিক্ষকদের ভীতি ও জড়তা দূর করে শিক্ষার্থীদের সহজ ও সুন্দরভাবে পাঠদান করাতে পারবেন।