এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ “আমরা কন্যাশিশু, প্রযুক্তিতে সমৃদ্ধ হবো ডিজিটাল বাংলাদেশ গড়বো” স্লোগানে দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা ইয়াসমিন, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর হেলেনা খাতুন, তথ্য আপা জাকিয়া পারভীন, কন্যা শিশু ও অভিভাবকগণ।