এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬তম মৃত্যুবার্ষিকী পালিত। সোমবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার পাকেরহাট জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে পাকেরহাট উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে কবিতা আবৃত্তি এবং স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিরউদ্দীন শাহ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান নিপুণ শাহ।
উজান-ভাটি শিল্প-সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক ডি.এম.মুজিবের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন জমিরউদ্দীন শাহ কলেজের অধ্যাপক জীতেন্দ্রনাথ রায়, প্রভাষক নজরুল ইসলাম, ভুষিরবন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণজিৎ কুমার বিশ্বাস, সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের প্রভাষক আক্তারুজ্জামান, কবি শেখ আব্দুল আউয়াল, উজান-ভাটি পরিবারের সদস্যগণ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।