মোঃ নুরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০১৭ উপলক্ষে দিনাজপুরের খানসামা উপজেলায় পর্যায়ে সাতটি ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই)উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাজেবুর রহমানের কার্যালয়ে বাছাই শেষে কমিটি সাতটি ক্যাটাগরিতে এ পদক ঘোষণা করেন। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন অবদানের জন্য উপজেলার ১৪৪টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় নির্বাচিত হয়েছে কাচিনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
শ্রেষ্ঠ শিক্ষক খানসামা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রমজান আলী, শ্রেষ্ঠ শিক্ষিকা উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বদরুন্নেসা, শ্রেষ্ঠ এসএমসি নিউ পাকেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শেখ মোঃ রফিকুল ইসলাম, শ্রেষ্ঠ কাব শিক্ষক খানসামা মডেল প্রাথমিক বিদ্যালয়ের স্বপন কুমার দাস , শ্রেষ্ঠ কাব শিশু উত্তর গোয়ালডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোরশেদা আক্তার লিজা, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী ছিট আলোকডিহি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ রশিদুজ্জামান শাহ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।