এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামা উপজেলায় পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোকঝাড়ী ইউনিয়নের বাসুলী শাহা পাড়ায় মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় প্রধান অতিথি হিসেবে মাঠ দিবসে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অরুণ কুমার রায়, বাসুলী ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার গোপাল রায় এবং প্রায় দুই শতাধিক কৃষক-কৃষাণীগণ।