মোঃ নূরনবী ইসলাম, খানসামা(দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের খানসামার পল্লীতে এক নববধুর রহস্যজনক মৃত্যুর হয়েছে। গতকাল সকাল ১০ টায় উপজেলার গোবিন্দপুর মোটাপাড়ার শাহাদাত হোসেন মানিকের বাড়িতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, প্রায় তিন মাস পূর্বে মোটাপাড়ার মানিকের ছেলে সোহাগ হোসেনের (২২) সাথে গোবিন্দপুর আদর্শগ্রমের গোলাম রব্বানীর মেয়ে রাবিনা আক্তারের (১৫) বিয়ে হয়। সে খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। বিয়ের পরও মোবাইল ফোনে অন্য ছেলের সাথে যোগাযোগ থাকায় স্বামীর পরিবারের লোকেরা নববধুকে শাসন করত। এতে নববধু তাদের ওপর রাগ করে শোয়ার ঘরে ঢুকে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে পরিবারের লোকেরা জানায়। তবে নববধুর মৃত্যুর বিষয়টি নিয়ে এলাকাজুড়ে নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনচ্ছেুক এলাকাবাসী জানায়, নববধুর শ্বাশুড়ী শেফালী বেগমের মুখে কখনও ঘুমের ওষুধ, কখনও ফ্যানের সাথে আবার কখনও ঘরের বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার কথা বলতে শোনা গেছে।
নিহতের বাবা গোলাম রব্বানী বলেন, ছেলের পরিবারের লোকেরা আমার মেয়েকে ওড়না দিয়ে গলা চিপে মেরে ফেলেছে। তারা আমাকে আমার মেয়ের স্বাভাবিক মৃত্যুর কথা বলেছে। তারা মিথ্যা বলেছে।
খানসামা থানার এসআই লুৎফর রহমান জানান, সুরতহাল রিপোর্ট অনুযায়ী মেয়েটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ মেয়েটি গলায় ওড়না পেঁচানোর দাগ এবং জিবে কামড়ের দাগ ছিল। তবে কেন আত্মহত্যা করেছে তার কারণ জানা যায় নি।