মোহাম্মদ সাকিব চৌধুরী, খানসামা(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় পালিত হয়েছে নিরাপদ মাতৃত্ব দিবস।
দিবসটি উপলক্ষ্যে শনিবার(২৮ মে) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ল্যাম্ব এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর প্রোগ্রাম ইউনিটের সহযোগীতায় ’সকল প্রসূতির জন্য মানসম্মত সেবা আমাদের অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমú্রক্সে মিলনায়তন থেকে একটি র্যালি বের হয়ে পাকেরহাটের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে মিলনায়তনে গিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত থেকে দিবসটি নিয়ে আলোচনা করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য পরিদর্শক ডাঃ মোঃ আব্দুস সামাদ,সহকারী স্বাস্থ্য পরিদর্শক শাহজাহান আলী, ল্যাম্বের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মিজানুর রহমান, প্ল্যানের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মোঃ বেলাল উদ্দিন প্রমূখ।