মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় পীর পরিবারে এক গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খামারপাড়া ইউনিয়নের নেউলা গ্রামের ফকিরপাড়ায়।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত প্রায় ৯ টায় ফকিরপাড়ার পীরপুত্র ফজলুর রহমানের স্ত্রী শেফালী বেগম (৩৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি ফজলুর রহমানের ৪র্থ স্ত্রী এবং ১ সন্তানের জননী।
প্রতিবেশীরা জানায়, ফজলুর রহমান (৫০) শেফালী বেগমকে আগে একবার বিয়ে করে তালাক দেন এবং পরে আবারও বিয়ে করেন। তবে বিয়ের পর মাঝে মাঝে পরিবারিক বিষয় নিয়ে একটু-আধটু ঝগড়া-ঝাটি হতে থাকে। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অপরদিকে নিহতের ভাই জুয়েল রানা বলেন, পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আমার বোনকে হত্যা করে ঝুলে রেখেছে।
এদিকে নিহতের স্বামী ফজলুর রহমান বলেন, আমি শেফালীকে খুব ভালোবাসি। তাই তাকে আমি পুনরায় বিয়ে করেছি। কিন্তু কেন সে আত্মহত্যা করল তা বুঝতে পারছি না।
খানসামা থানার এস আই দুলাল হোসেন বলেন, সুরতহাল করার সময় নিহতের শরীরে কোন প্রকার আঘাতে আলামত পাওয়া যায়নি। শেফালী বেগমের ভাইয়ের অভিযোগের প্রেক্ষিতে লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।