মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২দিন ব্যাপী ৪৪ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শেষে সমাপনী অনুষ্ঠান শেষে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় প্রথম স্থান অর্জনকারী নিউ পাকেরহাট উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অর্জনকারী শাপলা গার্লস স্কুল এন্ড কলেজ, তৃতীয় স্থান অর্জনকারী নলবাড়ি উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রাশিদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনজুরুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা এরশাদুল হক চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।