এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
এইটাই পৃথিবীঃ প্রকৃতির ঐকতানে টেকশই জীবন এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের খানসামায় বিশ্ব পরিবেশ দিবস-২০২২ পালন হয়েছে।

রবিবার (০৫ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসানের সভাপতিত্বে দিবসটি উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা ও বৃক্ষরোপণ করা হয়।

উপজেলা বন কর্মকর্তা মঞ্জুরুল কাদেরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সুজাউদ্দিন শাহ লুহিন। এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক, মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, পল্লী বিদ্যুৎ এর এজিএম এখতিয়ার আহমেদ, আইসিটি প্রোগ্রামার মিজানুর মিল্টন সহ বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সুধীজন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন