এস.এম.রকি, খানসামা( দিনাজপুর) প্রতিনিধি :
মায়ানমারের রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে দিনাজপুরের খানসামা উপজেলায় ডেমোগ্রাফি প্রদর্শন ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেছে “খানসামা ইয়ুথ ফোরাম “।
বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) বেলা ১২টায় খানসামা উপজেলা চত্বরে শহীদ মিনারের সামনে ডেমোগ্রাফি প্রদর্শন ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইয়ুথ ফোরামের উপদেষ্টা ও খানসামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাজেবুর রহমান, এসইউপিকের নির্বাহী পরিচালক মোজাফ্ফর হোসেন, প্রকল্প সম্বনয়কারী জাভেদ আহম্মেদ, ইউপি সদস্য-সদস্যাবৃন্দ, এলাকার সুধীজন ও খানসামা ইয়ুথ ফোরামের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা জাতি ধর্ম বর্ন নির্বিশেষে রোহিঙ্গাদের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।