এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের খানসামায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে উপজেলায় ৮ টি ‘বীর নিবাস’ নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে প্রায় ১৪লাখ টাকা ব্যয়ে ভেড়ভেড়ী ইউনিয়নের চকরামপুর গ্রামে বীর মুক্তিযোদ্ধা ব্রজেন্দ্র নাথ রায়ের বাড়ি নির্মাণের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি।
এরপর বিকেলে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে বালাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চার তলা ভবন উদ্বোধন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটিএম সুজাউদ্দীন লুহিন শাহ্, ইউএনও রাশিদা আক্তার, ওসি কামাল হোসেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোস্তফা আহমেদ শাহ্ ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী আঃ আউয়াল, পিআইও এনামুল হাসান, বালাডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল সরকার ও সভাপতি সুধীর চন্দ্র রায়সহ বীরমুক্তিযোদ্ধা, সাবেক ইউপি চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।