ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালার মৃত্যুতে নানা বাড়ীতে এসে পানিতে ডুবে রিফাত বাবু (২)নামের এক শিশু ভাগিনার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোড়কমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ওই শিশু গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার তারিকুল ইসলামের ছেলে। বুধবার শিশুটির খালা মারা যাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে নানা বাড়ীতে এসেছিল।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিফাত বাবুর খালা মারা যাওয়ায় পরিবারের সদস্যদের সঙ্গে নানা বাড়ীতে তার খালাকে দাফনের জন্য আসে। লাশ দাফন শেষে পরিবারের সাথে রাত্রি যাপন করে। পরের দিন (২১ অক্টোবর) দুপুরে রিফাত খেলাধুলা করার সময় সকলের অজান্তে পুকুরের পানিতে পড়ে মারা যায়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।