মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ

খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, “আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না। আশা করি গঠনমূলক আলোচনা-সমালোচনার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়কে আরও সামনের দিকে এগিয়ে নিতে পারবো।” তিনি প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। আজ ৫ জুন শনিবার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।খুলনা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অর্জনসমূহ, গবেষণায় সাফল্যের কথা, প্রাথমিক পরিকল্পনা, অতিসম্প্রতিক গৃহীত পদক্ষেপ এবং চ্যালেঞ্জসমূহ উপস্থাপন করেন, এসময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো: শরীফ হাসান লিমন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমরা ইতিমধ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়েছি। করোনা ভাইরাস শনাক্তে আরটি পিসিআর ল্যাব চালুর ব্যাপারেও কাজ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বদ্ধভূমি সংরক্ষণের মহাপরিকল্পনাও আমরা গ্রহণ করবো। খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী সহ শিক্ষার্থী ব্যক্তিগত আক্রোশের শিকার হবেন না বলে মত বিনিময় সভায় উল্লেখ করেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি- ড. মাহমুদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *