মোঃ শেখ শহীদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা জেলা ও রূপসা উপজেলা সহ সকল হেরিটেজ ক্লাবের পক্ষ থেকে ১৬/০৭/২০২১ইং তারিখ সকাল ১১ টায় খুলনার বয়রা আজিজের মোড়ে রোটারি ক্লাব অব খুলনা হেরিটেজের পক্ষ হতে ১৫০ জন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে
খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উক্ত প্রজেক্ট এর প্রধান সমন্বয়কারী ইফফাত সানিয়া ন্যান্সি, চার্টার্ড প্রেসিডেন্ট খুলনা হেরিটেজ ও প্রজেক্ট চেয়ার, কমলেশ সাহা।এতে রোটারি ইন্টারন্যাশনালের ৩২৮১ ডিস্ট্রিক্টের রোটারি ক্লাব অফ খুলনা ব্রাইট,রোটারি ক্লাব অব রূপসা, রোটারি ক্লাব অফ কসমোপলিটন, রোটারী ক্লাব অব আধুনিক খুলনা, রোটারি ক্লাব অফ খুলনা মিডটাউন, রোটারি ক্লাব অফ খুলনা সাউথের প্রেসিডেন্ট বৃন্দ এবং ডিস্ট্রিক পর্যায়ের রোটারি নেতা এবং সাবেক প্রেসক্লাবের সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম , জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জনাব রায়হান ফরিদ, সাবেক প্রেসিডেন্ট মাহমুদুর রহমান কার্নি, লেফটেন্যান্ট গভর্নর আশীষ দে, জোন ট্রেনার জামাল ভূঁইয়া ,অ্যাসিস্ট্যান্ট গভর্নর আবিদুর রহমান সোহাগ সহ অন্যান্য নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন। করোনাকালিন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যই রোটারি ক্লাব অব খুলনা হেরিটেজের এই মহতী উদ্যোগ বলে জানিয়েছেন উক্ত হেরিটেজ ক্লাবের প্রধান সমন্বয়কারী। খুলনা ইসলামীয়া কলেজের ইংরেজি প্রভাষক, বাংলাদেশ বেতার খুলনার উপস্থাপিকা/ সংবাদ পাঠিকা/ অভিনয় শিল্পী ইফফাত সানিয়া ন্যান্সি।