ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, দূরদর্শী রাষ্ট্রনায়ক, সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪১তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমবার দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর ১নং ওর্য়াড আনারপুরায় মরহুমের ৪১ তম শাহাদাৎ বার্ষীকি কাঙ্গালি ভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইউনিয়ান বিএনপির নেতা কর্মীরা
পরে এতিমখানা ও দুস্থ্যদের মধ্যে তাবারক বিতরণ ও জিয়াউর রহমানের রুহের মাখফেরাত কামনায় কাঙ্গালিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ঢাকা বিভাগের সহ -সভাপতি আল হাজ্ব মজিবুর রহমান, গজারিয়া উপজেলা বিএনপি সভাপতি ছইয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সাধারণ সম্পাদক ইছাক আলী,সাংগঠনিক সম্পাদক হাজ্বি মফিজুল ইসলাম রনি,সাবেক সভাপতি একে এম অধ্যাপক গিয়াস উদ্দিন, সবেক চেয়ারম্যান আহাছানউল্লাহ, উপজেলা বিএনপি সহ- সভাপতি বরহানউদ্দীন ভূঁইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মুকবুল আহাম্মেদ রতন, ভবেরচর ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ সফিক সিকদ্দার,সাধারণ সম্পাদক সফিউল্লাহ সিকদ্দার, গজারিয়া সেচ্ছাসেবক দল এর আহবায়ক আব্দুর রহমান সফিক, উপজেলা বিএনপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আনিছুর রহমান সেলিম, যুবদল নেতা মুকুল সিকদ্দার, আব্দুল কাদের, মিলন, মাহবুল রহমান,দেলোয়ার, কৃষক দল নেতা হানিফ, আমিরুল, ছাত্র দল নেতা, সাওন সিকদ্দার, ফাহিম, শরিফ,রাহাতসহ অন্যঅন্য নেতা কর্মী পমুখ
পরে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাছান ফারুক ইমাম ও খতিব জামিয়া ফারুকিয়া রউজাতুল উলম।