নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে কাচারী মাঠ হতে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শোভাযাত্রাটি ফুলবাড়ি বাজার এর জিরো পয়েন্টে এসে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত করে।
এসময় ফুলবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সহ-সভাপতি হাবিবুর রহমান খুশু, সাধারণ সম্পাদক মুছাব্বির রহমান হ্যাভেন, যুগ্মসাধারণ সম্পাদক রাকিব রাতুল, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, তাহাদ হাসান তুষার সহ উপজেলা ছাত্রলীগের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।