লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল আয়োজনে হারাটি ইউনিয়নের ফড়িং এর দিঘি এলাকায় গবাদিপশুর লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের আয়োজন করা হয়।মঙ্গলবার সকালে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলী।
এসময় হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক খন্দকার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সাজিয়া আফরিন ও মাঠ কর্মীসহ খামারিবৃন্দ উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে খামারিদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। খামারকে মশা মাছি মুক্ত রাখতে দিক নির্দেশনা প্রদান করা হয় এবং অসুস্থ গরুকে পৃথক করার ব্যাপারে বলা হয়। অসুস্থ গরুকে মশারির ভেতর রাখা, খামারের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়। এ রোগ সম্পর্কে লিফলেট বিতরণ করা হয় এবং উপস্থিত গবাদিপশুর ভ্যাকসিনেশন করা হয়। এছাড়াও ক্যাম্পেইনে ছাগলের পিপিআর ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হয়।