ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠি সদরের নবগ্রাম বাজারে শুক্রবার রাত ১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে । অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর অভিযোগ ঝালকাঠি জেলা শহর থেকে নগ্রামের দূরত্ব আনুমানিক ১০ কিলোমিটার পথ, আগুন লাগার আনুমানি ৫মিনিট পরে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে ফোন করা হলে ঝালকাঠি থেকে ফায়ারের গাড়ী নবগ্রাম পৌছাতে প্রায় ২০ মিনিট সময় লাগলে ততক্ষনে ৫টি দোকান পুড়ে ভূমিভূত হয়েছে।
এ বিষয়ে উপসহকারী পরিচালক ফিরোজ কুতবী বলেন ,বাজারের মূল সড়ক নবগ্রাম মডেল হাই স্কুল ভবন এবং নবগ্রাম ব্রীজের এ্যাপ্রোস এর গাইড ওয়ালের মধ্যে দূরত্ব কম হওয়ায় ফায়ারের গাড়ী প্রবেশ করতে না পারায় বিকল্প রাস্তা দিয়ে ঘুরে আসতে একটু সময় লেগেছ। তিনি আরো বলেন ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয় ক্ষতির পরিমাণ প্রায় দশ লক্ষ টাকা। আমরা এক ঘন্টা প্রচেষ্টার আগুন নিভাতে সক্ষম হয়েছি।