কুড়িগ্রাম প্রতিনিধি :
গুজবে কান দিবেন না। বিভ্রান্তি এড়িয়ে চলুন। ধর্ম নিয়ে বাড়াবাড়ি নয়। সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখুন। এছাড়া বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে সোচ্চার হতে সচেতনতা মুলক এক মহিলা সমাবেশ শনিবার উলিপুর উপজেলার যমুনা এলাকায় অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম জেলা তথ্য অফিস আয়োজিত যমুনা ভুমিহীন মহিলা সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মোতালেব। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট আহসান হাবীব নীলু, তথ্য অফিসের উপ-পরিচালক নুরন্নবী খন্দকার প্রমুখ। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় প্রান্ততিক পর্যায়ের মহিলা সমাবেশের অংশ হিসাবে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।