মোঃ জাহিদ আলী, নাটোর প্রতিনিধিঃ
নাটোরের গুরুদাসপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে কৃষি অফিসার আব্দুল করিমের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি হিসাবে উপজেলা সহকারী কমিশনার ভূমি গণপতিরায়, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আক্তার মিতা, মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি পটাশ ও ১০ কেজি ডিএপি রাসায়নিক তুলে দেন।