আশানুর আশা বেনাপোল,যশোর
এক বছর আগে মা হারানোর শোক শেষ হওয়ার আগেই মায়ের কাছে ফিরে গেলো চামেলী। চট্টগ্রাম নগরীর কাপাসগোলা টুপিওয়ালা পাড়া এলাকায় বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে চামেলী ভৌমিক (১১) আত্মহত্যা করেছে।
মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকাল ৫টার দিকে পাঁচলাইশ থানাধীন টুপিওয়ালা পাড়ার নাছির বিল্ডিং-এর ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত চামেলী দর্জি স্বপন ভৌমিকের মেয়ে। সে নগরীর বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
নিহতের মামা লিটন দেব জানান, ‘চামেলীর বাবা পেশায় একজন দর্জি। সকালে চামেলী মোবাইলে ভিডিও গেইম খেলতে দেখে তার বাবা কর্মস্থলে যাওয়ার সময় গেইম না খেলার জন্য বকাবকি করেন। এটার ওপর বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এক বছর আগে চামেলীর মাও মারা যায়। ভাড়া বাসায় শুধু চামেলি ও তার বাবা থাকতেন।’